XStar 512GB SSD Price in Bangladesh.
XStar 512GB SSD Price in BD. SSD 512GB Price in BD. Metal Body 512GB SSD BD.
- Metal Body
- Size: 2.5 inch
- External Interface: SATA 3
- Supporting Max. Hard Drive Capacity: 512GB
- Usage Application: Client PCs
- Interface: SATA3 6Gb/s (compatible with SATA3 3Gb/s and SATA3 1.5Gb/s)
- NAND Flash Memory: 3D NAND
- Sequential Read: Max. 510~560MB/s
- Sequential Write: Max. 470~540MB/s
Dewan Farid Uddin Ahmed Shakil (verified owner) –
গত পরশুদিন রাতে SSD-টি ডেলিভারি পেয়েছি কিন্তু নিজের কাজ নিয়ে খুব ব্যস্ত ছিলাম বলে সময়মতো রিভিউ দিতে পারিনি।
যাহোক,
X-STAR SSD ব্র্যান্ডটি সম্পর্কে আমি তেমন একটা জানিনা এমনকি ৫১২ গিগাবাইটের মতো বড় সাইজের কোনো SSD এটাই আমার জীবনে প্রথম ব্যবহার। তথাপি আমি মূলত সিদ্ধান্ত নিয়েছিলাম RAMSTA নামক কোম্পানির একটি ৪৮০ গিগাবাইটের SSD কিনবো যেহেতু এই কোম্পানির SSD-এর সাথে আমি পূর্ব-পরিচিত। তবে এখানে বলে নেয়া উচিৎ যে, শুধুমাত্র ইরফান ভাইয়ের (IT EXPERT) সৎ পরামর্শের কারণে আমি RAMSTA বাদ দিয়ে X-STAR এর SSD-টি কিনি এবং কেনার পর দুদিন ব্যবহারের পর মনেহচ্ছে শুধুমাত্র উনার কল্যাণেই তখন খুব ভালো একটি সিদ্ধান্ত নিতে পেরেছিলাম যেটার সম্পূর্ণ ক্রেডিট উনার।
আমার ব্যক্তিগত অভিজ্ঞতার প্রেক্ষিতে এবার এটার ৪টি বিশেষ ইতিবাচক দিক আমি তুলে ধরার চেষ্টা করবো।
০১.
এটাতে আসলেই 3D NAND FLASH প্রযুক্তির চিপ ব্যবহার করা হয়েছে যা মূলত INTEL, TRANSCEND, SILICON POWER, GIGABYTE বা দামী কোনো স্টোরেজ ম্যানুফেকচারারদের SSD-তে পাওয়া যায় এবং সেই তুলনায় X-STAR SSD-টি সবার চাইতে সস্তা ও টেকসই। তাছাড়া এই প্রযুক্তির সবচাইতে ভালো দিক হচ্ছে যেকোনো SSD এর ক্রিটিকাল হেলথ্ ইস্যুর কারণে (Below 10%) যদি এর স্পিড আশংকাজনক হারে নেমে যায় তবে তাতেও দুশ্চিন্তার কোনো কারণ নেই আপনার ডাটা পুরোপুরি সেইফ থাকবে যেহেতু এটাতে 3D NAND FLASH প্রযুক্তির চিপ ব্যবহার করা হয়েছে।
০২.
আবার এল্যুমিনিয়ামের আউটার শেল আমার দেখামতে একমাত্র INTEL ও TRANSCEND এর SSD-তে আমি পেয়েছি অথচ X-STAR নামক এই চায়নিজ SSD-তেও কিন্তু এল্যুমিনিয়ামের আউটার শেল ব্যবহার করা হয়েছে যা আমাকে সত্যিই অবাক করেছে। সেইসাথে সেই শেলে এমন একধরণের গ্র্যাডিয়েন্ট কালার ব্যবহার করা হয়েছে যেটার কারণে SSD-এর আউটলুক অন্য উচ্চতায় পৌঁছে গেছে যা বাজারের টপ ব্র্যান্ডেড SSD-তেও আপনি কখনও খুঁজে পাবেন না।
০৩.
এটার স্পিড আসলেই খুব চমৎকার ছিলো এবং ৫ বারের কন্টিনিউয়াস টেস্টে আমি এটার রিড ও রাইট স্পিড পেয়েছি গড়ে ৫২৫ থেকে ৫৫০ এর মধ্যে যা আমি এই দামে কখনওই কল্পনা করতে পারিনি।
০৪.
সবচেয়ে বেশী যেটা ভালো লেগেছে তা হলোঃ SSD-টি আমি টানা ২৪ ঘন্টা হাই-লোডে চালিয়ে দেখেছি এটা আসলেই বেশ কম হিট প্রডিউস করে যা আমি একমাত্র INTEL-এর SSD-তেই পেয়েছিলাম।
পুনশ্চঃ
দামের দিক বিবেচনা করলে INTEL খুব স্বাভাবিকভাবেই অনেক বেশী দামী SSD তৈরী করে যেহেতু তাদের PCB খুব হাই কোয়ালিটির হয়ে থাকে। আর সেদিক থেকে চিন্তা করলে X-STAR নামক এই SSD-তে খুব সম্ভবত কোনো ভালমানের PCB দেয়া হয়েছে যেটার কারণে SSD-টি TRANSCEND-এর এল্যুমিনিয়াম শেলের SSD থেকেও কম হিট প্রডিউস করতে পারে। (আমার নিজের অভিজ্ঞতা)
শেষকথা এটাই বলবো,
আমার মতো যাদের বাজেট খুব কম আছে তাদের জন্য আমি পরামর্শ দেবো সস্তায় প্লাস্টিক কেইসের RAMSTA কিংবা ক্লোন WESTERN DIGITAL এর SSD না কিনে সামান্য কিছু বেশী টাকা খরচ করে হলেও চায়নিজ লোকাল ব্র্যান্ড X-STAR এর SSD কিনতে এবং নির্দ্বিধায় আমি বিশ্বাস করি এটা আপনাদেরকে হতাশ করবেনা।
ধন্যবাদ সবাইকে।
ভালো থাকবেন।
শুভকামনা রইলো।
IBMC (store manager) –
Thank You Sir. We are really happy that you are satisfied our service.
Owen (verified owner) –
Very well worth the money.
Robert (verified owner) –
Good quality.
Mason (verified owner) –
Good service.
Dominic (verified owner) –
Very fast delivery.